ঢাকায় এডভান্সের প্রয়োজন নেই , ঢাকার বাইরে ২০০ টাকা এডভান্স করে পার্সেল নিতে পারবেন ।
আপনার অর্ডার টি যে কোনো কারণে বাতিল করার , অর্ডার নেয়া হবে কি হবে না তার সম্পূর্ন অধিকার আমরা রাখি । সেক্ষেত্রে কোনো কারণ দর্শানোর জন্য ক্লাসি ড্রাগস বাধ্য নয় ।⛔⛔
⛔ চেক আউট পেইজে পেমেন্ট অপশন যদি আপনার অর্ডার সাথে অসংতিপূর্ন হয় অর্ডার টি ক্যানসেল হয়ে যাবে । তাই যদি ১৫০০ বা ৯৯৯ টাকার ওপরে অর্ডার হয় ঠিক তখন ই সেই অপশন এ ক্লিক করুন এবং অর্ডার প্লেইস করুন যেনো দ্রুত আপনার পার্সেল টি আমরা পাঠাতে পারি।
১। ডেলিভারী বয় এর স্পট ত্যাগ করার পর কোনো ধরনের অভিযোগ এর জন্য আপনি এলিজিবল নন। অভিযোগ করলেই ব্লক করে দেয়া হবে ।
২। আগে পেমেন্ট করবেন না । প্রথমে প্রোডাক্ট বুঝে নিবেন তারপর সব ঠিকঠাক মনে হলে পেমেন্ট করবেন । ঠিকঠাক মনে না হলে পুরো পার্সেল ফেরত দিবেন । কোনো প্রোডাক্ট খুলে ফেললে সেটা রিটার্ন করবেন না ।
৩.অর্ডার ক্যান্সেলেশন/ডাবল অর্ডা্র করলে আপনার আই ডি ব্যান সহ ক্লাসি ড্রাগসের সকল এক্সেস বাতিল করে দেয়ার অধিকার আমরা সংরক্ষন করি ।
(একটি পার্সেল ডেলিভারী হবার পর পরবর্তী অর্ডার করা যাবে / একসাথে এক এর অধিক অর্ডার করা যাবে না )
এক্সচেইঞ্জ ফ্যাসিলিটি নেই । কোনো কারণে ক্যান্সেলেশন এর প্রয়োজন হলে ডেলিভারী চার্জ এবং রিটার্ন চার্জ চার্জ পে করতে আপনি বাধ্য থাকবেন ।
৪.পেমেন্ট করার পর অবশ্যই আপনাকে প্রোডাক্ট নিতে হবে। অর্ডার ক্যান্সেলেশন এর সুযোগ নেই। রিফান্ড ও করা হবে না।
৫.অর্ডার কনফার্মের জন্য কোনো কল বা টেক্সট আমরা করবো না যেহেতু ট্র্যাকিং এ প্রতিটি আপডেট রিয়েল টাইম সহ দেয়া থাকে । যেমনঃ বিকাশ নাম্বার, বিকাশ করার পরের স্টেপ কি এসব খুঁটিনাটি।
উপরে বর্ণিত T & C ভায়োলেট করলে ক্লাসি ড্রাগস যে কোনো ডিসিশন নিতে পারে ।
⛔ এই ভিডিও টি পুরো টা না দেখে ২৯ টাকা ডেলিভারী চার্জ এ অর্ডার করবেন না। ঃ https://www.youtube.com/watch?v=8Lw6POn3JSs&t=342s
⛔আপনি অর্ডার করার পূর্বে ৪ টি পয়েন্ট এর সাথে সহমত হয়েছেন এবং প্রমানস্বরুপ টীক মার্ক(যেটা ভার্চুয়াল সিগ্নেচার এর মত কাজ করে) দিয়ে অর্ডার প্লেইস করেছেন ।
⛔ ট্র্যাকিং এর মাধ্যমে পাওয়া বিকাশ নাম্বার অথবা আমাদের ফেইসবুক পেইজ থেকে দেয়া নাম্বার এই শুধুমাত্র বিকাশ করা যাবে । অন্যথায় প্রতারিত হলে নিজ দায়িত্বে প্রতারিত হয়ে অনুরোধ করছি ।
⛔ ট্র্যাকিং এ বিকাশ নাম্বার আপডেট না হবার পর ও যদি পেমেন্ট করা হয় সেটি আর রিফান্ড করা হবে না পার্সেল টি ও পাঠানো হবে না ।
⛔ ঢাকার বাইরে থেকে অর্ডার প্লেইস করার জন্য কেউ যদি ২০০ টাকা পে করেন সেটি নন রিফান্ডেবল। আপনি পার্সেল নিন বা না নিন ক্লাসি ড্রাগস আপনাকে কোনো রিফান্ড করতে বাধ্য থাকবে না ।
⛔ কোনো কারণে রিফান্ড এর জন্য আবেদন করলে ৩-৭ কর্ম দিবসের মধ্যে পেয়ে যাবেন ।
আপনি উপরোক্ত সবগুলো পয়েন্ট এর সাথে সহমত হয়ে টীক মার্ক দিয়ে অর্ডার প্লেইস করেছেন । আপনাদের সহযোগিতা কাম্য।