শীতকালে মুখে এবং হাতে-পায়ে আমাদের "Olive Oil" ব্যবহার করার ফলে যেমন ত্বক মসৃণ থাকবে তেমনি ত্বককে করে তুলবে স্বাস্থ্যকর
হঠাৎ স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়া আর চামড়া ওঠা!এর মানেই কিন্তু শীত আসছে। এই শীতকাল আবার অনেকের প্রিয় আবার অনেকের জন্য দুঃখের সময় �
তাদের জন্য এই শীতে ত্বকের পূর্ন যত্নের জন্য তাই জানিয়ে দিচ্ছি খুব সিম্পল একটি DIY বডি স্ক্রাব। �
#যা যা লাগবে :
�Ribana Organic Olive Oil
�চিনি
�মধু
�৩ টেবিল চামচ অলিভ অয়েলের সাথে ২ টেবিল চামচ মধু ভালো ভাবে মিশিয়ে নিন। এই পেস্টের সাথে সমপরিমাণ চিনি মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আপনার বডি স্ক্রাব। �
#উপকারিতা:
�শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করবে এতে থাকা মধু আর অলিভ অয়েল।
�ত্বকের ডেড স্কিন উঠে আসবে, তাই শীতে ফাটা চামড়া নিয়ে চিন্তা করতে হবেনা।
�বডি স্কিন হবে #উজ্জ্বল ও #সুপার স্মুথ!
�তবে এই বডি স্ক্রাব ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন:
�সপ্তাহে দুইদিনের বেশি ব্যবহার করা যাবে না।
�হাত পা ও ফুল বডিতে ব্যবহার করতে পারবেন, এই DIY এর ক্ষেত্রে মুখ avoid করাটাই শ্রেয়।
ত্বকের জন্য় অলিভ অয়েলের উপকারিতা
বাজার চলতি বিভিন্ন ক্রিমে অনেক সময় ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতির কারণে আপনার অজান্তেই ত্বকের অনেক ক্ষতি হয়ে যায়৷ অলিভ অয়েল-এর ব্যবহারে ত্বক নানান দিক থেকে সুরক্ষা পেতে পারে৷
অ্য়াকনে বা ব্রণ প্রতিরোধ- ব্রণ বা অ্য়াকনে একটি নিত্যদিনের সমস্য়া হয়ে দাঁড়িয়েছে ৷ দূষণ, ব্য়স্ত জীবনযাত্রা, খাওয়াদাওয়া এবং সেই সঙ্গে নিজের ত্বক এবং শরীরের সঠিক যত্ন না নেওয়ার ফলে এই সমস্যা বৃদ্ধি পেতে থাকে ৷ কিন্তু জলপাই তেল এই ব্রণর হাত থেকে আপনার ত্বককে বাঁচাতে সাহায্য় করে অনেকটাই ৷
কীভাবে ব্য়বহার করবেন অলিভ অয়েল?
- অলিভ অয়েলে কিছুটা লবণ মিশিয়ে নিন ৷
- এবার এই মিশ্রণ ত্বকে লাগিয়ে কিছুক্ষণ তা রেখে দিন ৷
- পরে তা ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন ৷
- এটি স্ক্রাবারের কাজ করবে ৷
- সপ্তাহে এক বা দুই বার এই পদ্ধতি অনুসরণ করলে ব্রণর প্রকোপ কমতে পারে ৷
ত্বকের ঔজ্জ্বল্য়- ব্য়স্ত জীবনে প্রতিদিন বাইরে বেরিয়ে কাজ করলে ত্বকের আরও বেশি করে যত্ন প্রয়োজন ৷ তাই তার জন্য় সবথেকে সহজ উপায় হল অলিভ অয়েলের ব্য়বহার, যা ত্বকের কোনওরকম ক্ষতি তো করেই না, উপরন্তু তাকে রক্ষা করতে সাহায্য় করে ৷
কিন্তু কীভাবে ব্য়বহার করবেন?
- প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে মুখ পরিষ্কার করে নিন ৷
- এবার অলিভ অয়েল একটু নিয়ে মুখে, হাতে, পায়ে আলতো মাসাজ করে নিন ৷
- নিয়ম করে এটি করতে পারলে ত্বকের কালচে ভাব দূর হবে এবং সেই সঙ্গে ঔজ্জ্বল্য় ফিরে আসবে ৷
ত্বকে বার্ধক্য়ের ছাপ কমায় – আপনার ত্বক কুঁচকে যাওয়া বা তাতে বার্ধ্যকের ছাপ পড়তে দেয় না এই জলপাই তেল ৷ এর জন্য অনেকেই একটি টোটকা মেনে চলেন, আর তা হল, দু চামচ অলিভ অয়েল-এর সঙ্গে এক চামচ পাতি লেবুর রস, এক চিমটে লবণ মিশিয়ে এই মিশ্রণটি মুখে, হাতে, পায়ে, গলায়, ঘাড়ে লাগিয়ে, হালকা মাসাজ করে তা জল দিয়ে তুলে ফেলতে হবে ৷
� Deep conditions hair and prevents split ends
� Maintains elasticity and moisture of skin and prevent wrinkles
� Helps removing makeup
� Improves nail health
� Cures cracked heels
Halal
organic
Handmade
Vegan
No preservative